সিরাজগঞ্জে ছোটভাইকে হত্যায় বড়ভাই ও ২ ভাতিজার যাবজ্জীবন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে ছোটভাই রহমত আলী হত্যা মামলায় বড়ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ডা দিয়েছেন আদালত। এসময় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের নূরুল ইসলাম (৪৭), তার পুত্র মো. হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী।

সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৬ সালের ৪ মার্চ সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামে বাড়ি সীমানা নিয়ে বিরোধে রহমত আলীকে (২৭) বড় ভাই কুপিয়ে হত্যা করা হয়।

 

সূত্রঃ জাগো নিউজ