সিরাজগঞ্জে ইভটিজিংয়ের দায়ে  কাপড় ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে ইভটিজিং এর দায়ে এক কাপড় ব্যাবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  সাজাপ্রাপ্ত অনুকূল চন্দ্র (৪৯) উল্লাপাড়ার চর কাওয়াকের মৃত অবনী ভূষন পালের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার জনৈক নারী সলংগা বাজারের কাপড় ব্যবসায়ী অনুকূল চন্দ্রের (৪৯) দোকান থেকে কাপড় কেনার সময় ইভ টিজিংয়ের শিকার হন। পরে তিনি র‍্যাব-১২-এর কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১২-এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র‍্যাব-১২-এর একটি দল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রায়গঞ্জ) মো. রাজিবুল আলম ঘটনাস্থলে হাজির হয়ে অভিযোগের সত্যতা পায়। এ সময় কাপড় ব্যবসায়ী অনুকূল চন্দ্রকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।