সিরাজগঞ্জের সলঙ্গায় ৭ জুয়াড়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত মন্দির এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জুয়াড়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে র‌্যাব -১২ এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার  রাত সাড়ে ১২টায় প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৭  জুয়াড়ীকে আটক  করা হয়।পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর আদালতে হাজির করা হলে প্রত্যেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা জেলার সাথিয়া থানার ফেসুয়ান গ্রামের  মৃত আ. প্রমাণিক, ছেলে সাইফুল ইসলাম(৪১), বগুড়া জেলার শেরপুর থানার উত্তর মাহাপাড়া গ্রামের মৃত হরিস চন্দ্র মহন্ত ছেলে আনন্দ চন্দ্র মহন্ত(৩৫),একই এলাকার শ্রী জতিশ চন্দ্র মজুমদার ছেলে শ্রী টপি চন্দ্র মজুমদার(৩৩), মুরাদপুর গ্রামের, মৃত গিয়াস উদ্দিন আকন্দ ছেলে  জাহিদুল ইসলাম(৪০),  কুমারপুর গ্রামের মৃত তৈয়ব আলী ছেলে মো: লাবলু(৪০), সিরাজগঞ্জ জেলার সলঙ্গা  থানার দত্তকুশা, গ্রামের  মৃত ওসমান গণী ছেলে মো:হারুনুর রসিদ(৬২),এবং একই থানার বড় হামকুড়িয়া, গ্রামের মৃত শুকুর আলী ছেলে মো: ফনি(৪০),

এর আগে বুধবার (০৭ অক্টোবর ২০২০) রাত ১২.৩০ টায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে  র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নবরত মন্দির এলাকায় একটি জুয়ার বোর্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন।  তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত নগদ ৫০ হাজার ৯১২ টাকা, ৯ টি মোবাইল,৯ টি সিম,জুয়া খেলার বোর্ড ১টি, ডাবু ১ টি,গুটি ১২ টি, জেল ব্যাটারি ০১ টি,ডিসি লাইট ০১ টি উদ্ধার করা হয়।

স/আ.মি