সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় দিনে মারকাট ব্যাটিংয়ের অনন্য প্রদর্শনী দেখেছে ক্রিকেট বিশ্ব। সেন্ট কিটসে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জ্যামাইকা। যা সিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

জ্যামাইকার হার্ডহিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল ১৪ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনটি চারের পাশাপাশি রাসেল হাঁকিয়েছেন ৬টি বিশাল ছক্কা। এটি সিপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। ১৫ বলে ফিফটি করে এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিলেন জেপি ডুমিনি।

রাসেলের আগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দলের অন্য ব্যাটসম্যানরাও। কেনার লুইস ২১ বলে ৪৮, ওয়ালটন ২৯ বলে ৪৭, হাইদার আলী ৩২ বলে ৪৫ ও অধিনায়ক রভম্যান পাওয়েল ২৬ বলে ৩৮ রান করেন। সেন্ট লুসিয়ার পক্ষে ওবেদ ম্যাকয় ৩টি ও রোস্টন চেজ ২টি উইকেট লাভ করেন।

kalerkantho

২৫৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। ফলে ১২০ রানের বিশাল জয় পায় রাসেলরা। সেন্ট লুসিয়ার টিম ডেভিড ২৮ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ২৬ রান করেন। জ্যামাইকার পক্ষে মিগেল প্রিটোরিয়াস ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ইমরান খান নেন ৩টি উইকেট। বিধ্বংসী ব্যাটিংয়ের পর বল হাতেও এক উইকেট নেন রাসেল। ম্যাচসেরার পুরস্কারও তার হাতেই উঠেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ