রবিবার , ৩১ জানুয়ারি ২০২১ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিনেটে বিচার শুরুর আগেই ট্রাম্পের ৫ অ্যাটর্নির পদত্যাগ

Paris
জানুয়ারি ৩১, ২০২১ ৯:৫১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। কিন্তু এর মধ্যেই বিপাকে পড়েছেন ট্রাম্প। তার ডিফেন্স টিমের ৫ অ্যাটর্নি পদত্যাগ করেছেন। আজ রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। আইনি কৌশল নির্ধারণে বিতর্কের জের ধরে তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীদের মধ্যে আছেন বাচ বোয়ার্স ও ডেবোরাহ বার্বিয়ার। ডিফেন্স টিমে তাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। এছাড়াও পদত্যাগ করেছেন নর্থ ক্যারোলিনার অ্যাটর্নি জশ হাওয়ার্ড। সম্প্রতি তিনি এ টিমে যোগ দিয়েছিলেন। এছাড়া দক্ষিণ ক্যারোলিনার অ্যাটর্নি জনি গ্যাসার ও গ্রেস হ্যারিসও আর টিমে নেই।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় নিজের সমর্থকদের ইন্ধন দিয়েছেন এমন অভিযোগে ক্ষমতা ছাড়ার পূর্বমুহূর্তে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে উচ্চকক্ষ সিনেটে তার অভিশংসিত হওয়ার সম্ভাবনা শূন্য। কারণ অধিকাংশ রিপাবলিকান কংগ্রেসম্যানের তাতে সমর্থন নেই।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক