সিংড়ায় সরকারি ঘর পেল ৭২০ পরিবার

সিংড়া প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলায় ৭২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। রোববার সকাল ১০টায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসেবে সিংড়া উপজেলায় ৭২০টি পরিবার সরকারি ঘর পেল।

সভায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল আমিন সরকার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

স/অ