সিংড়ায় লক্ষাধিক মানুষ খাদ্য সহায়তা পেয়েছে: প্রতিমন্ত্রী পলক

সিংড়া(নাটোর) প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনার ১৬ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যেখানে আমেরিকা-ইংল্যান্ডের মতো দেশ এই করোনায় হিমশিম খাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের কারণে করোনায় বাংলাদেশ থমকে দাড়ায়নি। দেড় কোটি মানুষকে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন প্রধানমন্ত্রী। সিংড়ার লক্ষাধিক পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেয় হয়েছে। এখন পর্যন্ত ৩লাখ ১৮ হাজার পশু ডিজিটাল হাটে বিক্রয় হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সিংড়া পৌরসভা ও ১২টি ইউনিয়নের মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২লাখ মাস্ক বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

ইউএনও এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার আব্দুল মতিন।

 স/জে