সিংড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

সিংড়া প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক  নিহত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বাঁশের ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইলেক চালকের নাম রাসেল আহমেদ (৩২)। সে পার্শ্ববর্তী নন্দীগ্রাম থানার দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।

এদিকে ঘটনার পর সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘাতক বসুন্ধরা পরিবহনের বাসসহ চালক রেজাউল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজওয়ানুল ইসলাম জানান, সকালে নিহত যুবক রাসেল আহমেদ নিহত মোটর সাইকেল নিয়ে সিংড়া থেকে নন্দীগ্রামের দিকে ফিরছিলেন। পথিমধ্যে বাঁশের ব্রীজ এলাকায় নাটোরগামী বসুন্ধরা পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৩-০৯৬৩ নম্বরের যাত্রীবাসী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক বাস ও চালক আটক করা হয়েছে।

এএইচ/এস