সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষি ক্ষেত পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব


সিংড়া প্রতিনিধি:
বন্যায় কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতি ও কৃষি প্রণোদনা বাস্তবায়নের লক্ষ্যে সিংড়ার চলনবিলের বিভিন্ন বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা) মো. আব্দুল কাদের।

সোমবার বিকেলে সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল, জোলারবাতা, জামতলী, বিনগ্রাম, কৈগ্রামসহ বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কবীর আহম্মেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলীম উদ্দিন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান, নাটোর জেলা কৃষি বিভাগের উপ-পরিচালত সুব্রত কুমার সরকার, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা প্রমূখ।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা) মো. আব্দুল কাদের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে বলেন, বন্যা কবলিত এলাকায় বন্যায় কৃষির কি রকম ক্ষতি হয়েছে, তা দেখা এবং পরবর্তীতে কি কি পদক্ষেপ নেয়া যায়। মূলত সে জন্যই আমাদের এই সফর।
স/আ.মি