সিংড়ায় পৌঁছেছে ১০হাজার করোনা ভ্যাকসিন

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ১০হাজার ২৫০পিস করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন পৌঁছেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. রকিবুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও প: প:কর্মকর্তা ডা: মো. আমিনুল ইসলাম এই ভ্যাকসিন গ্রহণ করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম দফায় ১০হাজার ২৫০পিস করোনা ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ৫হাজার ব্যক্তিকে প্রথমে এই টিকা দেয়া হবে। পরে ৪ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বার পুনরায় তাদেরকে আরেকটি টিকা (ডোজ) দেয়া হবে। ১৮ থেকে ৫৫বছর বয়সের সুস্থ্য ব্যাক্তিরা নিবন্ধনের মাধ্যমে এই টিকা গ্রহণ করতে পারবেন। এবং স্থানীয় ডিজিটাল সেন্টার ও সুরক্ষা এ্যাপসের মাধ্যমে এই নিবন্ধন করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, হাসপাতালের ডাক্তার, সাংবাদিকবৃন্দ।

স/জে