সিংড়ায় পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে মানববন্ধন

সিংড়া প্রতিনিধি :সিংড়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবসে পথসভা, লিফলেট বিতরণ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এসব কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন শেষে সিংড়ার চলনবিল এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পরে দমদমা এলাকা থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেন পরিবেশ কর্মীরা।

পথসভায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, এসিল্যান্ড মো. রকিবুল হাসান, বিবিসিএফ এর সাংগঠনিক সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সেক্রেটারী সাইফুল ইসলাম, কলম পরিবেশ ও প্রকৃতি রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, অধ্যক্ষ ফেরদৌস আলম ফিরোজ, শ্রমিক নেতা আশরাফুল ইসলাম স্বপন, পরিবেশ কর্মী আবু বক্কর সিদ্দিক, তাইফুর রহমান, আব্দুর রশিদ প্রমূখ।
কর্মসূচিতে পরিযায়ী পাখি ও চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

স/আ.মি