সিংড়ায় খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বুধবার(০১ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ভাবে একজন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন ধান ও মা লক্ষী রাইচ মিল থেকে ৯ মেট্রিক টন চাল সংগ্রহের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বিশ্বাস, খাদ্য পরিদর্শক রাণী খাতুন প্রমুখ।

উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ২০২১-২২ অর্থ বছরে ১৫০৮ মেট্রিক টন ধান ও ৩৬৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর সরকারি নির্ধারিত দামে প্রতি কেজি ধান ২৭টাকা ও চাল ৪০ টাকা দরে কেনা হচ্ছে।

জেএ/এফ