সিংড়ায় এক লক্ষ গাছের চারা বিতরণ করা হবে আইসিটি প্রতিমন্ত্রী

সিংড়া  প্রতিনিধি:
আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের কৃষক সোনার মানুষ। প্রতিটি ইঞ্চি মাটি সোনার মাটি। বঙ্গবন্ধু আজ থেকে ৫০ বছর আগে এটা উপলব্ধি করতে পেরেছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার জন্য রয়েছে সোনার মাটি ও সোনার মানুষ। এই সোনার মাটিতে আমার সোনার মানুষরা সোনার ফসল ফলাবে এবং বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ।

আজকে ৫০ বছর পর যখন এই বৈশ্বিক মহামারীতে পুরো পৃথিবী বিধ্বস্ত ও পৃথিবীর অর্থনীতি প্রায় ধ্বংস প্রাপ্ত হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কর্ম হারিয়েছে। তারপরও আল্লাহর রহমতে বাংলাদেশ সকল দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

শনিবার সকাল ১১টায় সিংড়া কোর্ট মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে সিংড়ায় এক লক্ষ চারা বিতরণের কর্মসূচির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, সিংড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রমূখ। পরে প্রতিমন্ত্রী পলক ৬শ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করেন।