সিংড়ার মহেশচন্দ্রপুর বাঁধ ভেঙ্গে গেছে

সিংড়া  প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ভেঙ্গে গেছে কলম ইউনিয়নের মহেশচন্দ্রপুর-চাঁনপুরের বাঁধ। দ্রুত গতিতে পানি প্রবেশ করছে কলম বিলে।

সিংড়ার ৪নম্বর কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু জানান, আত্রাই নদীর পানির তীব্রতার কারণে রোববার বিকেলে মহেশচন্দ্রপুর কালভার্ট এর কাছে বাঁধে ভাঙন দেখা দেয়।  দ্রুত গতিতে নদী থেকে পানি বিলে প্রবেশ করছে।

এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ডুবতে শুরু করেছে কলম বিলে আমন ধান ও পুকুরের মাছ। এতে রাতের মধ্যেই কলম ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার লোক পানিবন্ধী হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করেন।

এদিকে তাৎক্ষণিক ভাবে ঘটনা পরিদর্শন করেছেন নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান ও উপ-সহকারী প্রকৌশলী শামীম আল মামুন।

এসময় তারা এই প্রতিবেদককে জানান, বিকেলে হঠাৎ পানির চাপে বাঁধটি ভেঙে গেছে। অন্তত ২০মিটার বাঁধ ভেঙ্গে বিলে পানি প্রবেশ করছে। পানি তীব্রতা বেশি থাকার কারণে বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি। তারপরও চেস্টা করছি বাঁধের বাঁকি অংশ রক্ষা করার।

স/আ.মি