সামর্থ্যের সর্বোচ্চ দিতে পারিনি: স্কটল্যান্ড অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিন রবিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিলো স্কটল্যান্ড। মাত্র ৫৩ রানে ৬ উইকেট হারানোর পর ক্রিস্টোফার গ্রিভসের ৪৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৪০ রানের সংগ্রহ পায় স্কটিশরা। পরে বোলারদের নৈপুণ্যে বাংলাদেশকে আটকে রাখে ১৩৪ রানে, ম্যাচ জিতে যায় ৬ রানের ব্যবধানে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কটিশ অধিনায়ক কোয়েতজার বলেছেন, ‘আমরা জানতাম প্রতিপক্ষকে হারাতে হলে দুর্দান্ত খেলতে হবে। নিশ্চিতভাবেই শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে আমরা সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারিনি। যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকে একে অপরকে সাহায্য করেছে। ছেলেদের পারফরম্যান্সে আমি খুব খুশি।’

তার ভাষ্য, ‘বাংলাদেশি বোলারদের অবশ্যই কৃতিত্ব প্রাপ্য। তারা ভালো দক্ষতা দেখিয়েছে। আমাদের বেশ চাপে রেখেছিলো। কিন্তু টি-টোয়েন্টিতে কোনো দলকে আপনি বাতিলের খাতায় ফেলতে পারবেন না। আমাদের ব্যাটিং গভীরতার ওপর আমরা ভরসা রেখেছিলাম। আমাদের বিশ্বাস ছিল আমরা মেরে খেলতে পারবো।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন