‘সামনে সময় খারাপ’ জেনেও সেই বিষয়ে রাজি না জার্মান চ্যান্সেলর

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

জার্মানিতে গ্যাসের সরবরাহ প্রায় ৮০ ভাগ কমিয়ে দিয়েছে রাশিয়া। এ কারণে আসন্ন শীতে গ্যাসের সংকটে পড়ার শঙ্কায় পড়েছে জার্মানি।

আর গ্যাসের সংকটের শঙ্কা দেখা দেওয়ায় জার্মানিতে জ্বালানি বিলের মূল্য বৃদ্ধি করা হবে। এজন্য সাধারণ মানুষকে গুণতে হবে বেশি অর্থ।

কিন্তু তবুও রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি নন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। সোমবার এমন তথ্য জানিয়েছেন দেশটির একজন মুখপাত্র।

শোনা যাচ্ছিল রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যেসব নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো থেকে যদি জার্মানি সরে যায় তাহলে তাদের কাছে গ্যাসের সরবরাহ বাড়িয়ে দিতে পারে রাশিয়া। এরপরই জার্মানির মুখপাত্র জানালেন এমন কিছুতে সম্মতি নেই চ্যান্সেলর শলৎজের।

বার্লিনে সাংবাদিকদের জার্মানির মুখপাত্র বলেন, সামনে কঠিন মাসগুলো আসছে। কিন্তু এটি পরিষ্কার আমরা ইউক্রেনের পাশে থাকব। ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক অন্য দেশগুলোর সঙ্গে একসঙ্গে আমরা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছি সেগুলো থেকে সরে যাব না।

তাছাড়া নর্ড স্ট্রিম-২ পাইপ লাইন চালুর যে কথাবার্তা শোনা যাচ্ছে সেটিও উড়িয়ে দিয়েছেন এ জার্মান মুখপাত্র।

 

সুত্রঃ যুগান্তর