শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাভারে সড়ক দুর্ঘটনায় ১৫ পুলিশ সদস্য আহত

Paris
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ৮:০৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৫ জন পুলিশ আহত হয়েছেন। আজ শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

 

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাভার মডেল থানা থেকে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৩-এর ২২ জন পুলিশ সদস্য পুলিশের একটি রিকজিশন বাসে আশুলিয়ার বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করার জন্য রওয়া দিয়েছিলেন।

 

বাসটি নবীনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উঠে গেলে পেছন থেকে আসা কেয়া পরিবহনের একটি বাস পুলিশ বহনকারী বাসে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা প্রায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন। এঁদের মধ্যে আর্মড পুলিশের কয়েকজন উপপরিদর্শক (এসআই) রয়েছেন বলে জানান ওসি।

 

দুর্ঘটনার পর আশুলিয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত পুলিশ সদস্যের দেখতে হাসপাতালে যান।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়