শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

Paris
ডিসেম্বর ২৪, ২০২২ ১:২৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানী ঢাকার সাভারে লেগুনা ও মিনিবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ জন।

শুক্রবার রাতে সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশুলিয়া এলাকার আকবর ফকিরের ছেলে ফজলুল ফকির (৩৬), আল মুসলিম গার্মেন্টসের শ্রমিক মো. নাসির (৩৮) ও শিক্ষার্থী মো. ফাহিম (২০)।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, কলমা এলাকায় দুটি পরিবহণের সংঘর্ষ হওয়ার পর সাতজনকে আহত অবস্থায় এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানেই তিনজনের মৃত্যু হয়।

নিহত ফাহিমের বন্ধু মো. শুভ বলেন, আমরা বন্ধুরা জিরাবো পুকুরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিলাম। আমাদের বন্ধু ফাহিম, শাওন ও নাঈম জাহাঙ্গীরনগর এলাকা থেকে ওখানে আসার কথা ছিল। ফাহিম ফোন করে সেটি জানিয়েছিল। পরে জানতে পারি ফাহিম অ্যাক্সিডেন্ট করেছে। এসে দেখি ফাহিম মারা গেছে। তবে শাওন ও নাঈমের খবর এখনো পাইনি।

সর্বশেষ - জাতীয়