শুক্রবার , ২৫ জানুয়ারি ২০১৯ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাবেক ২ আইজিপি জামিনে মুক্ত

Paris
জানুয়ারি ২৫, ২০১৯ ৯:৩৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উচ্চ আদালতের নির্দেশে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) শহুদুল হক ও আশরাফুল হুদা।

বৃহস্পতিবার বিকেলে তাদের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি দেওয়া হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারা দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বুধবার রাতে সাবেক দুই আইজিপির জামিনের আদেশের কপি কারাগারে এসে পৌছায়। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার বিকেলে তাদের মুক্তি দেওয়া হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর তাদের এ কারাগারে পাঠানো হয়েছিল।

সাবেক আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদা সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চান।  হাইকোর্ট তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে দুইজনের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে বুধবার চেম্বার বিচারপতির আদালতে শুনানি হয়। চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দেওয়ায় হাইকোর্টের আদেশ বহাল থাকে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়। তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বহু নেতা-কর্মী আহত হয়।

গত বছরের ১০ অক্টোবর মামলার রায় দেয় আদালত। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ - জাতীয়