শুক্রবার , ১২ আগস্ট ২০১৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল আর নেই

Paris
আগস্ট ১২, ২০১৬ ১২:২৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল (৭০) আর নেই।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ফজলুর রহমান পটল নাটোর-১ (লালপুর-বাগাতিবাড়ি) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ পাপ্পু যুগান্তরকে পটলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজলুর রহমান পটল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নাটোরে জন্মগ্রহণ করা বিএনপির এই নেতা ১৯৭৫ পূর্ব সময়ে ছাত্রলীগ থেকে রাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষনা করেছে বাগাতিপাড়া উপজেলা বিএনপি। শুক্রবার সকালে উপজেলার দলীয় কার্যালয়ে বিএনপি সভাপতি মেয়র মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করবে। সভায় বিএনপি ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর