শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাবিনাদের সাফল্যে অবাক কাবরেরা

Paris
নভেম্বর ১, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ছুঁয়ে দেখে বাঘিনীরা। এই জয়ে আনন্দে ভাসছে গোটা দেশ।

পুরুষ ফুটবল হতাশায় নিমজ্জিত হলেও নারী ফুটবল বরাবরই আশার কিরণ দেখিয়ে এসেছে। সাফের মূল টুর্নামেন্টসহ বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা এখন দক্ষিণ এশিয়ার সেরা।

নারী ফুটবলের এমন সাফল্য উচ্ছ্বসিত জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরাও। শুক্রবার (১ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়ে এই স্প্যানিশ কোচ বলেছেন, ‘নারী দল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে। এটা অনেক বড় বিষয়। অবাক করা বিষয়ও। শক্তিশালী দল হিসেবে তারা জিতেছে। টুর্নামেন্টে সেরা দল তারাই। দেশের জন্য গর্ব বয়ে এনেছে। অনেক অভিনন্দন তাদের।’

সাফের পর এবার নারী ফুটবলারদের আরও দূরে চোখ রাখতে বললেন কাবরেরা, ‘আশা করছি তাদের পরবর্তী লক্ষ্য এএফসি হওয়া উচিত।’

সাফের ফাইনালে জয়সূচক গেলদাতা ঋতুপর্ণা চাকমাও সে স্বপ্নের কথা জনিয়েছিলেন, ‘আমাদের এবার সাফ জিততে অনেক কষ্ট হয়েছে। টুর্নামেন্টের আগে অনুশীলন ম্যাচ খেলতে পারলে আমাদের জন্য সহজ হতো। আমাদের যদি সব দিকে সুযোগ-সুবিধা দেয়, আমরা শুধু সাফ নয়, এশিয়ার শীর্ষ পর্যায়েও থাকতে পারবো।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা