সাপাহারে স্পন্সর শিশু পরিবারের মাঝে অর্থ প্রদান


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে কোভিড-১৯ বিশেষ সি এস আর কার্যক্রম এর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিডিও, বি এস ডিও, এ্যাকশন এইড বাংলাদেশের বাস্তবায়নে এবং ইর্স্টাণ ব্যাংক লিমিটেড এর সহযোগিতায়। ২ শ ৩০টি স্পন্সর শিশু পরিবারের মাঝে নগত ৩ হাজার টাকা করে মোট ৬ লক্ষ্য টাকা প্রদান করা হয়েছে।

সমাজসেবক নূরল হক মাষ্টারের সভাপতিত্বে বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার তিলনা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকতার হোসেন নির্বাহী পরিচালক বিডিও, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, বিডিওর কোষাধক্ষ্য আব্দুল জব্বার, প্রোগ্রাম ম্যানেজার বিডিও কৌমুদিনি হোসেন মিসা প্রমূখ।

এছাড়াও হাপানিয়া ফজিল মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার সকালে গোয়ালা ও পাতাড়ী ইউনিয়নের ২ শ ৩০টি স্পন্সর শিশু পরিবারের মাঝে নগত ৩ হাজার টাকা করে মোট ৬ লক্ষ্য ৯০ হাজার টাকা প্রদান করা হবে।

স/আর