সাপাহারে মুড়ি মিল ও সেমাই কারখানাকে জরিমানা

সাপাহার প্রতিনিধি:

সাপাহারে মুড়ি মিল ও সেমাই কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার উপজেলার খঞ্জনপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী এবং উপজেলার পিছলডাঙ্গা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও মুড়ির উৎপাদন, লাইসেন্স না থাকা, প্যাকেটে মেয়াদ, মূল্য না থাকার কারণে বিসমিল্লাহ ফুডস লাচ্ছা সেমাই কারখানাকে ৫হাজার ও একতা মুড়ি মিল মালিককে ৫ হাজার সহ মোট ১০ হাজার টাকা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেন এর পরিচালনায জরিমানা ও আদায় করা হয়।

এসময় তাদেরকে পরিবেশ উন্নয়ন , শ্রমিকদের হ্যান্ড গ্লাভস,মাস্ক, ক্যাপ ব্যবহার করা এবং ডিজিটাল মেশিনে কেনার জন্য নির্দেশনা দেয়া হয়, জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে ১৬১২১ ( হট লাইন ) এউ নাম্বারে কল করার জন্য জনগণকে আহবান করেন।

এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন সাপাহার থানা পুলিশ টীম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শওকত আলী প্রমূখ।

সহকারী পরিচালকশামীম হোসেন জানান- জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

স/অ

সাপাহারে নতুন ভাবে ২ জন করোনা আক্রান্ত, মোট সংখ্যা ১২