সাপাহারে ভোক্তা অধিকার বিরোধী কার্য কলাপের দায়ে অর্থদন্ড


সাপাহার  প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য কলাপের দায়ে অর্থদন্ড দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের চাঁদ বেকারীতে তৈরীকৃত কেক উন্মুক্ত রাখা, কারখানা পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় এবং কারীগরদের মাক্স ও

হ্যান্ড গ্লোবস ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫হাজার টাকা।জিরো পয়েন্টের উর্মী হোটেলের কারখানায় নোংরা পরিবেশে খাবার তৈরী করায় ৪ হাজার টাকা এবং বরেন্দ্র বাস কাউন্টারে যাত্রীদের কাছে ঢাকা গামী টিকিটের মূল্য বেশি নেওয়ায় ২ হাজার টাকা । সহ সর্বমোট ১১ হাজার

টাকা জরিমানা  করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ নওগাঁ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শামীম হোসেন।
এসময় সাপাহার থানার উপ-পরিদর্শক (এস.আই) মোস্তাফিজুর রহমান,সাংবাদিক প্রদীপ সাহা উপস্থিত ছিলেন।

স/আ.মি