সোমবার , ২০ আগস্ট ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাপাহারে ছিনতাইকারী আটক

Paris
আগস্ট ২০, ২০১৮ ৬:১৪ অপরাহ্ণ

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে অপু রাসেল নামের এক ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার রাত আনুমানিক ৯ টার দিকে মাষ্টারপাড়া নসিব সিনেমা হল এলাকায় ছিনতাইকালে গুচ্ছগ্রামের মোকছেদুল হকের ছেলে অপু রাসেল (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা সদরের কীটনাশক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান তার ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ করে আনুমানিক রাত ৯ টার দিকে মাষ্টারপাড়ার বাসায় যাওয়ার সময় পথ রোধ করে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় মোস্তাফিজুরের চিৎকার করলে লোকজন ছুটে এসে ছিনতাইকারীকে অপু রাসেলকে জনতা হাতে-নাতে ধরে ফেলে। এ সময় অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরে অপু রাসেলকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। ছিনতাইকারী অপু রাসেলের কাছ থেকে ছিনতাই হওয়া ৬ লাখ ৬৬ হাজার ৯ শ’ টাকা উদ্ধার করা হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ ছিনতাইকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করে সোমবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন। এবং ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর