সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬৫ পরিবারের মাঝে বকনা প্রদান

সাপাহার প্রতিনিধি: নওগাাঁর সাপাহারে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬৫ পরিবারের মাঝে বকনা গরু,গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে আয়োজনে শুক্রবার বিকেল ৪টায় সাপাহার প্রাণিসম্পদ অধিদপ্তরে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ৬৫টি পরিবারের মাঝে উন্নত জাতের ক্রসব্রীড বকনা প্যাকেজ এর অনুদান হিসেবে ১টি করে বকনা,৩ মাসের দানাদার খাবার,গৃহ নির্মাণ উপকরন হিসেবে ৪টি আরসিসি পিলার ও ১৯০টি ইট প্রদান করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন,প্রকল্পের উপ-পরিচালক ডা: আনোয়ার সাহাদাৎ,জেলা প্রশাসনিক কর্মকর্তা মহির উদ্দীন,সিনিয়র সহকারি পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ প্রমূখ।
এর আগে প্রধান অতিথি সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলোতে উপজেলা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

স/রি