রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পতন শেয়ারবাজারে

Paris
অক্টোবর ২৭, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে শেয়ারবাজারে। রবিবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট হারিয়ে ৪৯৬৫ দশমিক ৩৯ পয়েন্টে নেমেছে। সূচক পতনের হার ২ দশমিক ৯১ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালের ৪ এপ্রিল বা গত সাড়ে তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ পতন। ওই দিন ঢাকার শেয়ারবাজারের ডিএসইএক্স সূচকটি ১৮১ পয়েন্ট বা ৩ দশমিক ৪৪ শতাংশ হারিয়ে ৫০৮৯ পয়েন্টে নেমেছিল। তবে পয়েন্ট বিবেচনায় সূচকের এই পতন ২০২২ সালের ৭ মার্চের পর সর্বোচ্চ। ওই দিনে সূচকটির ১৮২ পয়েন্ট হারিয়ে ৬৪৫৬ পয়েন্ট নেমেছিল। তবে ওই দিনের সূচক পতনের হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ।

রবিবার (২৭ অক্টোবর) ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৯৪টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৩৯টিই দর হারিয়েছে। কমপক্ষে ৫ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১৬ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে ১৫৯টি শেয়ার।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ব্যাপক দরপতন হয়েছে।

গত আড়াই মাসের দরপতনে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ হাজার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিন দুপুরে কয়েকশ বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরানো কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

অবশ্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, শেয়ারবাজারে লেনদেনে সুশাসন ফেরাতে এ সংস্থা আপ্রাণ চেষ্টা করছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দরপতনের জন্য বিগত সরকারের ১৫ বছরে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করে দুর্বল মৌলভিত্তির কোম্পানিকে তালিকাভুক্ত করাকে দায়ী করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাগাতার কারসাজির মাধ্যমে শেয়ারদর বাড়ানো হয়েছিল। দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইসসহ নানা কৃত্রিম ব্যবস্থা দিয়ে পতন আটকে রাখা হয়েছিল।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য