সিল্কসিটি নিউজ ডেস্ক :
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আইনমন্ত্রী প্রশ্নের উত্তর দেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমি সংসদ সদস্যের এ বিষয়ে উৎকণ্ঠা ও উদ্বেগের অ্যাপ্রিশিয়েট করি। তবে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যারা তদন্ত করছেন তারা যতক্ষণ পর্যন্ত এ হত্যাকাণ্ডের যে মোটিভ, সেটা উদঘাটন না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত এ তদন্ত শেষ করা সমীচীন হয় না।
তিনি আরও বলেন, তদন্ত করতে সময় লাগে। তবে অনেক মামলার তদন্ত এমন হয় যে, তদন্ত খুব গভীরে যেতে হয় না, সহজেই হয়ে যায়। যারা হত্যাকাণ্ড করেছে, তা সহজেই ধরা যায়। তাহলে সেটা তাড়াতাড়ি করা যায়। তবে সাগর-রুনি হত্যাকাণ্ডের যে মামলাটার কথা উনি (হাফিজউদ্দিন আহমদ) বলেছেন, সেটার তদন্ত বেশ কঠিন।