সাকিব যা পারেননি আফিফ তাই করে দেখালেন!

তাসকিনের করা দলীয় চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মানসে বল আকাশে উড়ান। এসময় দৌড়ে এসে জাম্প দেন সাকিব। কিন্তু বলটি তিনি ধরতে পারেননি। আর বলটি তালুবন্দি করলেও ব্যাটসম্যানের জন্য সমস্যা হতো না, কারণ ওই বলটি ছিল নো বল।

১১তম ওভারের দ্বিতীয় বলে সাকিবের বলে অসাধারণ একটি ক্যাচ ধরেন আফিফ। বলটি দেখে মনে হচ্ছিল এটি ছক্কা হচ্ছে। কিন্তু আফিফ তার বুদ্ধিমত্তা দিয়ে ঠাণ্ডা মাথায় প্রথমে বাউন্ডারি লাইন থেকে বলটি থামিয়ে দিয়ে আবারও শূন্যে ভাসান। এরপর তিনি বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে নিজের শরীর নিয়ন্ত্রণ করে তড়িৎ গতিতে আবারও মাঠে এসে শূন্যে ভেসে থাকা বলটি তালুবন্দি করেন।

সাকিব আল হাসান যে বলটি জাম্প দিয়ে প্রথম ধাপেই ক্যাচ ধরার ব্যর্থ চেষ্টা করছিলেন সে রকমই একটি বল আগে সীমানার ভেতরে থামিয়ে দিয়ে পরের ধাপে তা ক্যাচে পরিণত হয়। দুর্ভাগ্য স্কটিশ ব্যাটসম্যান মিচেল লিস্কের।

 

সূত্রঃ যুগান্তর