সাকিব না থাকায় নিউজিল্যান্ডে তামিমের কাজ কঠিন হবে: মাশরাফি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই নিউজিল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব না থাকায় নিউজিল্যান্ডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের কাজটি কঠিন হয়ে উঠবে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

মাশরাফি বলেন, “আমরা সবাই জানি নিউজিল্যান্ড অনেক কঠিন জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে-  সাকিব নেই। তাই সফরটি কঠিন হতে যাচ্ছে।

মাশরাফি আরো বলেন, “আমার কাছে মনে হয় না দলকে বেশি চাপ দেওয়া উচিত। আমরা সবাই জানি নিউজিল্যান্ডের কন্ডিশন কঠিন। সাপোর্টের অবশ্যই বিভিন্ন ধরণ আছে। আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দিই, ঐ চাপটা থেকে ওদের মুক্ত করে দেই তাহলে আমি নিশ্চিত তারা ভালো খেলতে পারবে। হার-জিত অবশ্যই আছে। তবে আমার বিশ্বাস ওরা ভালো করবে যদি আমরা চাপটা ওদের ওপর থেকে কমিয়ে দেই।”

 

সুত্রঃ কালের কণ্ঠ