‘সাকিব এখনো আইপিএল নিয়ে কিছু বলেনি’

বিপিএলের ৮ম আসরের মাঝেই বেজে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দামামা। আগামী মাসেই হবে টুর্নামেন্টের মেগা নিলাম। যাতে সাকিব-মুস্তাফিজসহ ৯ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে বলে শোনা যাচ্ছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের দল পাওয়ার সম্ভাবনা খুব বেশি।

কিন্তু ওই সময় জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা আছে। এই পরিস্থিতিতে সাকিব কি ফের ছুটি চাইবেন?

বছরখানেক ধরেই সাকিব জাতীয় দলে বিশেষ করে টেস্ট ম্যাচ এড়িয়ে যাচ্ছেন। যা নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব তাকে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলার কথা টাইগারদের। বিসিবির নির্দেশনা অনুযায়ী, কোনো খেলোয়াড় ছুটি চাইলে তাকে আগেভাগে জানাতে হবে।

আইপিএল সামনে রেখে সাকিব ছুটি চেয়েছেন কিনা- এমন প্রশ্নে আজ মঙ্গলবার সাংবাদিকদের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “সে এখনো কিছু বলেনি। আমরা এখন পর্যন্ত জানি, সাকিব অ্যাভেইলেবল আছে। আইপিএলের প্লেয়ার ড্রাফটসের দেরি আছে। হয়তো সাকিব দলও পাবে। তখন তার সঙ্গে কথা বলে দেখা যাবে। তবে বিসবি চায়, সে জাতীয় দলে সময় দিক। ”

 

সূত্রঃ কালের কণ্ঠ