মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাকিবের পারফরম্যান্স নিয়ে যা বললেন তামিম

Paris
জুন ১৮, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পাওয়ার পর অনেক কথায় হয়েছিল তানজিম হাসান সাকিবকে নিয়ে। তবে নিজেকে নিয়ে হওয়া সেসব কথার জবাব বল হাতেই দিয়েছেন টাইগার এই পেসার। গতকাল নেপালের বিপক্ষে রীতিমতো আগুন ঝরিয়েছেন। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। বল হাতে তার এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমার মনে হয় সে (তানজিম) দারুণভাবে নিজেকে প্রকাশ করেছে। সে জোরে উইকেটে হিট করছিল এবং উইকেট থেকে কিছুটা সাহায্য পাচ্ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজটা আমার দারুণ লেগেছে। সে আগ্রাসী ছিল উইকেট নিচ্ছিল। সে ভয় পাচ্ছিল না কোনো ব্যাপারে। দারুণ বোলিং করেছে সে এই টুর্নামেন্টে। শুধু এই ম্যাচে নয় আগের ম্যাচেও, দক্ষিণ আফ্রিকা ম্যাচেও।’

তামিম মনে করছেন শরিফুল ইসলাম দলে জায়গা পাচ্ছেন না সাকিবের পারফর্মম্যান্সের কারণে, ‘মনে রাখতে হবে শরিফুল ইসলাম কিন্তু খেলছে না, সে পেস আক্রমণের নেতা ছিল। তানজিমের পারফরম্যান্সের কারণে আসলে বাংলাদেশ শরিফুলকে নিতে পারছে না।’

মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিং নিয়ে তামিম বলেন, ‘সেকেন্ড লাস্ট ওভার (১৯তম ওভার) উইকেট মেইডেন ছিল। আপনি এটা সচরাচর দেখবেন না। বিশেষ করে যখন ১০৬ রান তাড়া করা হচ্ছে। সে এটা কয়েক বছর ধরেই করছে। বিশেষ করে এই বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। আমি আশা করব সুপার এইটেও সে পারফরম্যান্স ধরে রাখবে। সে দারুণ বোলিং করছে।’

‘আমি ভিন্ন একজন মুস্তাফিজকে দেখছি। আইপিএলে যাওয়ার আগে সে কিছু ম্যাচ মিস করেছে। এরপর সে আইপিএলে গেল। আমি জানি না সেখানে কি চেন্নাই ম্যাজিক ছিল নাকি অন্য কোনো কিছু ছিল সেই দলে। সব পরিবর্তন হয়ে গেছে। সে আইপিএলে ভালো করল। ফিরে এসে ভিন্ন একজন বোলার মনে হচ্ছে। একই বোলার কিন্তু মানসিকতা ভিন্ন। সে জানে সে কী করতে চায়, মনে হচ্ছে সে যা করতে চাচ্ছে সবই তার নিয়ন্ত্রণে রয়েছে।’-যোগ করেন তিনি।

 

সর্বশেষ - খেলা