সাইফের ‘কখনো জানতে চেয়োনা’ এবার জুয়েলের কণ্ঠে

নব্বই দশকের তূমুল জনপ্রিয় গান ‘কখনো জানতে চেয়োনা’ যার গীতিকার, সুরকার ও শিল্পী ছিলেন সাইফ ইসলাম। চির সবুজ গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে। মেলোডিয়াস এই গানটি প্রায় ৩০ বছর পর আবার উঠে এল জুয়েল মোর্শেদ-এর কণ্ঠে।

এ বিষয়ে জুয়েল বলেন, সাইফ ভাই বরাবরই আমার প্রিয় শিল্পী। এই বছরের শুরুতে তাঁর ছোট ভাই গিটারিস্ট নিপো’র মাধ্যমে যোগাযোগ করে গানটি কভার করার ইচ্ছা প্রকাশ করি। পরবর্তীতে গানটির অডিও তৈরি হবার পর আমি উনাকে শোনাই এবং তিনি তখন গানটি শুনে আমাকে কিছু কারেকশন দেন। তাঁর পরামর্শ মতো গানটি পূনরায় গেয়ে যখন আমি তাকে গানটি পাঠাই তখন তিনি আমার ধৈর্য্যের প্রশংসা করেন এবং গানটি প্রকাশের লিখিত অনুমতি প্রদান করেন।

কখনো জানতে চেয়োনা গানটির পূনরায় সংগীত সংযোজন করেছেন হালের জনপ্রিয় সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির ভিডিও নির্মাণ করেছে আবিদ হাসান। গান প্রকাশিত হয়েছে জুয়েল মোর্শেদের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

মূল গায়ক সাইফ ইসলাম পেশায় একজন স্থপতি, তিনি অচিরেই তার নতুন কিছু গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন বলে জানান জুয়েল মোর্শেদ।

 

সূত্রঃ কালের কণ্ঠ