শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০১৭ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

Paris
ফেব্রুয়ারি ৪, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ

নিজস্ব ‍প্রতিবেদক:
দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। শনিবার বিকলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন তারা। এসময় হত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
শনিবার বিকেল চারটায় সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে নগরীর জিরো পয়েন্টে এক মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমকাল রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, বিএফইউজের সদস্য জাবিদ অপু, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু ও সমকাল সুহৃদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুহৃদরা। মানববন্ধন থেকে অতি দ্রুত হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়।


পরে বিকাল সাড়ে চারটায় রাজশাহী প্রেস ক্লাব নৃশংস এ হত্যাকান্ডের বিচার দাবিতে জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন। এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। অথচ বারবার তারা বিভিন্ন হামলা-নির্যাতন এমনকি হত্যার শিকার হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনের সময় এভাবে একজন সাংবাদিকের প্রতি জনপ্রতিনিধির গুলি করা মেনে নেয়া যায় না। বক্তারা সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের পরামর্শ দেন সরকারের প্রতি।

রাজশাহী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, রাবি অধ্যাপক হাসানাত আলী, সিটি প্রেস ক্লাবের সভাপতি মো. জুলফিকার, গণতান্ত্রিক পার্টির মুহিবুল আরেফীন, সমকাল রজাশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেলিম জাহাঙ্গির, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির শেখ রহমত উল্লাহ, এডভোকেট হোসেন আলী পেয়ার, মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল, সাংবাদিক আবু সালেহ মো. ফাত্তাহ, আসলাম-উদ-দৌলা, সমকাল সুহৃদ পার্থ ঘোষ প্রমুখ।

প্রেস ক্লাবের এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন সমকাল সুহৃদ সমাবেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর