সাংবাদিক রাহাত খানের জানাজা সম্পন্ন

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিক সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে কাজ করা রাহাত খান ৮০ বছর বয়সে শুক্রবার মারা যান।

শনিবার সকাল ১১টায় তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবের আনা হলে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রেস ক্লাবের সামনের প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর আগে জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার জাতীয় প্রেসক্লাব জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর রাহাত খানের কফিন নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ে প্রতিদিনের সংবাদ কার্যালয়ে।

জানাজার পর প্রয়াত সাংবাদিকের কফিনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে প্রতিনিধিদল ফুল দেন। এসময়ে কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

পরে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, উদীচীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দেয়া হয় রাহাত খানের কফিনে।

 

সূত্রঃ যুগান্তর