সোমবার , ২২ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাংবাদিক কাজী আমানউল্লাহ আর নেই

Paris
আগস্ট ২২, ২০১৬ ১০:৫৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনার প্রবীণ সাংবাদিক কাজী আমানউল্লাহ (৮০) আর নেই। রোববার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে খুলনার একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম কাজী আমানউল্লাহ সত্তর দশকে সাংবাদিকতা শুরু করেন। পরে ৮০’র দশকে খুলনা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দি ট্রিবিউন প্রকাশ হলে সেই থেকে তিনি বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘নিউ এজ’ পত্রিকারও খুলনা প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি ডেইলি ষ্টার এবং ইউএনবির খুলনা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা জানান, কাজী আমানউল্লাহ গত কয়েক মাস ধরে নানাবিধ রোগে ভুগছিলেন। রোববার রাতে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ সোমবার দুপুর ১২টায় মরহুমের লাশ খুলনা প্রেস ক্লাবে আনা হবে। বাদ আসর নগরীর টুটপাড়া বড় জামে মসজিদের সামনে জানাজা নামাজের পর টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

 
সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়