সর্বোচ্চ আক্রান্তের দিনেই লকডাউন তোলার ঘোষণা ইমরান খানের

করোনাভাইরাস ঠেকাতে আরোপ করা লকডাউন শনিবার থেকেই উঠিয়ে নিতে শুরু করবে পাকিস্তান।

বৃহস্পতিবার দেশটিতে মহামারীতে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ঘোষণার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী ইমরান খান এমন তথ্য দিয়েছেন।

মার্চের পরে পাকিস্তানে খুবই দুর্বলভাবে লকডাউন কার্যকর করা হয়েছে। এখন পর্যন্ত সেখানে ২৪ হাজার ৭৩ জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে মারা গেছেন ৫৬৪ জন।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে এক হাজার ৫২৩ জনের সংক্রমণ ঘটেছে। মৃত্যু হয়েছে ৩৮ জনের।

টেলিভিশনে দেয়া ভাষণে ইমরান খান বলেন, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এখনই লকডাউন উঠিয়ে নিতে যাচ্ছি। আমরা জানি, এমন এক সময় আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটা তেমন কিছু না, যা আমরা প্রত্যাশা করছি।

কিন্তু লকডাউনের ভেতর দরিদ্র পাকিস্তানিরা আর টিকে থাকতে পারছেন না। ইমরান খান বলেন, আমরা লকডাউন শুরু করার পর আশঙ্কা করেছিলাম যে দিন আনে দিন খাওয়া লোকজনের কী হবে। কারণ তাদের উপার্জনের উপরেই তাদের শিশুদের খাবার-দাবার নির্ভর করছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে লকডাউন উঠিয়ে নেয়া হবে। কাজেই লোকজন সতর্কতা অবলম্বন না করলে রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সরকার শুরু থেকে যেভাবে করোনা মোকাবেলা করছে, বিজ্ঞানী ও চিকিৎসকরা তার সমালোচনা করে আসছেন।