রবিবার , ২ জুন ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সরে গেল সাইফ যুব দল, বাফুফের ‘দ্বৈতনীতি’

Paris
জুন ২, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :
দেশের প্রথম বিভাগ ফুটবলের দলবদলের শেষ দিন ছিল ৩১ মে। নির্ধারিত সময়ে দলবদলে অংশগ্রহণ করেনি সাইফ স্পোর্টিং যুব দল ও ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার। ফলে ১৮টি দল নিয়ে আগামী ১ জুলাই থেকে কমলাপুরে শুরু হবে প্রথম বিভাগ ফুটবল লিগ।

সাইফ স্পোর্টিং যুব দল গত ২৯ মে বৈশ্বিক বাণিজ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য দলবদলে অংশগ্রহণে অপরাগতা প্রকাশ করে মহানগরী ফুটবল লিগ কমিটিকে চিঠি দেয়। এর আগে ২০২২ সালের আগস্টে বৈশ্বিক আর্থিক মন্দায় প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে সাইফ স্পোর্টিং। দুই বছর পর এবার তারা যুব দলকেও সরিয়ে নিলো।

২০২২ সালেই সাইফের যুব দলের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। ফুটবলারদের নিবন্ধন হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ২০২২ সালের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করে দলটি। চ্যাম্পিয়ন হয়ে সাইফ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। সেখানে উত্তীর্ণ হলেও তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সিনিয়র দল সর্বস্তরের ফুটবল থেকে প্রত্যাহার করলেও যুব দলের ব্যাপারে শুধু চলতি মৌসুমে প্রথম বিভাগে না খেলার অপরাগতা প্রকাশ করেছে চিঠিতে।

ক্লাব ফুটবল পর্যায়ে কর্পোরেট ও পেশাদারিত্ব এনেছিল সাইফ স্পোর্টিং ক্লাবই। ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি, ফয়সাল আহমেদ ফাহিমের মতো খেলোয়াড় উপহার দিয়েছে তারাই। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন সাইফের আর্মব্যান্ড পরে। ফুটবল উন্নয়নের জন্য এই ক্লাবটি সিনিয়র দলের পাশাপাশি একটি যুব দলও রেখেছিল। লিগের ইতিহাসে ২০২১-২২ মৌসুমে তৃতীয় হয়েছিল সাইফ স্পোর্টিং। ফুটবলের মতো এবার আকস্মিকভাবে দাবা থেকেও সরে যায় চ্যাম্পিয়ন প্রতিষ্ঠানটি। দাবা ও ফুটবল দল প্রত্যাহার করে নিলেও সাইফ পাওয়ারটেক গ্রুপ সাঁতার ও টেনিসে বড় অঙ্কের পৃষ্ঠপোষকতা করছে।

প্রথম বিভাগ ফুটবল লিগ থেকে গত মৌসুমে দুই দল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে সুযোগ পেয়েও খেলেনি। এবার উল্টো চার দল বিসিএলে খেলার সুযোগ পাবে। ‘বিসিএলে দল সংখ্যা কম। তাই দল বাড়ানোর লক্ষ্যে প্রথম বিভাগের শীর্ষ চার দল বিসিএলে খেলার সুযোগ পাবে’, জানিয়েছেন মহানগর ফুটবল লিগ কমিটির কো-চেয়ারম্যান ইলিয়াস হোসেন। দুই দল থেকে আকস্মিক চার দলের উন্নতি নিয়ে অবশ্য মহানগর লিগ কমিটির মধ্যেই খানিকটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাইলজের এই ধারা এখনও অবশ্য সংশোধিত হয়ে পরিপূর্ণ অনুমোদন পায়নি।

ফুটবল থেকে সরে যাচ্ছে সাইফ স্পোর্টিং
সিঙ্গেল লিগ পদ্ধতিতে তিন মাস ব্যাপী চলবে প্রথম বিভাগ লিগ। সর্বনিম্ন দুই পয়েন্টধারী দল দ্বিতীয় বিভাগে অবনমিত হবে। ইতোমধ্যে দুই দল নিবন্ধন করেনি এরপরও রেলিগেশন দু’টিই থাকছে। বাফুফের নির্বাহী সদস্য ইলিয়াস বলেন, ‘যারা অংশগ্রহণ করেনি তাদের ব্যাপারে ডিসিপ্লিনারি কমিটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। যারা খেলায় অংশগ্রহণ করবে, সেখান থেকে নিয়মানুযায়ী অবনমন হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইলজেও ছিল দুটি দলের অবনমনের কথা। বাফুফে নির্বাহী কমিটির সর্বশেষ সভায় গোপালগঞ্জ দলবদলে অংশগ্রহণ করেনি বিধায় অবনমন ধরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থেকে একটি দলের অবনমন করা হয়। প্রিমিয়ার লিগে একটি আর প্রথম বিভাগে ভিন্ন নিয়ম। বাংলাদেশের ফুটবল ফেডারেশন এ রকম দ্বৈতনীতিতেই চলছে!

সর্বশেষ - খেলা