রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সরফরাজের পর তানভিরের পারফর্মে সিরিজ পাকিস্তানের

Paris
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১০:১৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সরফরাজ আহমেদের দারুণ ব্যাটিংয়ের পর সোহেল তানভিরের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারালো পাকিস্তান। আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে জিতে সিরিজ নিজেদের করে নিল দলটি।

 

পাকিস্তানের করা ১৬০ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৪৪ রান করে ক্যারিবীয়রা।

 

১৬১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কার্লোস ব্র্যাথওয়েটের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন নয় নম্বরে নামা স্পিনার সুনিল নারিন। চার ওভার বল করে মাত্র ১৩ রানে তিন উইকেট তুলে নেন তানভির। সমান তিন উইকেট পান মিডিয়াম পেসার হাসান আলী।

 

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৬০ রান করে পাকিস্তান। ওপেনিংয়ে শারজিল খান মাত্র দুই রানে আউট হলেও অপরপ্রান্তে ৪০ রান করেন খালিদ লতিফ। পরে তিনি রান আউটের শিকার হন। ৩৭ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। তবে শেষ দিকে ৩২ বলে পাঁচ চারে ৪৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ম্যাচ সেরাও হন তিনি।

 

আগামী ২৭ সেপ্টেম্বর আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে পাকিস্তান নয় উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা