শনিবার , ১৪ জুলাই ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন চুরি গেল চোখ

Paris
জুলাই ১৪, ২০১৮ ৭:০৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার অভিযোগের তির কলকাতার সরকারি হাসপাতালের বিরুদ্ধে৷ চিকিৎসা চলাকালীন চোখ খুবলে নেওয়ার অভিযোগ আনল মৃতের পরিবার৷

সূত্রের খবর,ফায়জাল আলি, বয়স তিন বছর৷ খেলার সময় গুরুতর চোট পেলে এসএসকেএমে ভরতি করা হয় তাকে৷ আর, সেখানেই নজিরবিহীন ঘটনাটি ঘটে৷ গত ১২ জুলাই ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার৷

অভিযোগের তথ্য অনুসারে, উত্তর কলকাতার কামারহাটির বাসিন্দা ফায়জাল আলি৷ গত ৮ জুলাই বাড়িতে খেলতে গিয়ে চোট পেলে প্রাথমিকভাবে তাকে(ফায়জাল আলি) স্থানীয় কামারহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে, অবস্থার অবনতি দেখে এসএসকেএমে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়৷ সেখানেই চিকিৎসা চলাকালীন ৯ জুলাই তার মৃত্যু হয়৷

ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ৷ আর, তখনই বিষয়টি সামনে আসে৷ শেষকৃত্য সম্পন্ন করার সময় দেহ থেকে নিখোঁজ ছিল তার দুটি চোখ৷ এরপরই সঠিক বিচারের আশায় পরিবারের সদস্যরা মিলিতভাবে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন৷ বিনা অনুমতিতে হাসপাতাল কেন এই সিদ্ধান্ত নিয়েছে? এ প্রশ্নের উত্তরের দাবিতেই অটল রয়েছেন ফায়জালের পরিবার৷ শুরু হয়ে গিয়েছে তদন্ত৷ পুলিশি তদন্তে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ কলকাতা 24

সর্বশেষ - আন্তর্জাতিক