সরকারি নির্দেশ অমান্য করায় বাগাতিপাড়ায় ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চারটি বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও প্রিয়াংকা দেবীর আদালত এ দণ্ডাদেশ দেন।


ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাণঘাতি নোভেল করোনা (কোভিড-১৯) ভাইরাস সংক্রমনরোধে নির্দেশনা মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও দোকান-পাট খোলা রাখায় উপজেলার মালঞ্চি, তমালতলা, সালাইনগর এবং জামনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই বাজারগুলোর ১৪ দোকানীকে সাত হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, করোনা ভাইরাস থেকে উপজেলাবাসীকে সুরক্ষা দিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে নিয়মিত হাটবাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।