সরকারি কাজে বাধা ও মোহনপুরে ইউপি সদস্যকে মারপিট অভিযোগে আটক এক

 মোহনপুর প্রতিনিধি:  রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়ন ৫ নম্বর ওয়াড সদস্য আলমগীর হোসেন উপর হামলা, মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগে একজনকে গ্রেফতার করছে থানা পুলিশ।

এবিষয়ে ইউপি সদস্য আলমগীর হোসেন’র ভাই বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলা প্রকৌশলী কাযার্লয়ে রুরাল ইমপ্লমেন্ট রোড মেন্টেন্স প্রজেষ্ট (আর ই আর এমপি-৩) আওতায় ধূরইল গ্রামের রাস্তা পাকা রাস্তার পার্শ্বে চৌল পুকুর ধার পরিস্কার করছিল সুফলভোগীর শ্রমিকেরা সেই সময় শ্রমিকদের কাজে বাধা এবং চাঁদা দাবী করে কাজ বন্ধ করে দেয়।

সরকারি কাজ বাধা খবর পেয়ে ইউপি সদস্য আলমগীর হোসেন সেই স্থানে উপস্থিত হওয়া মাত্র দুলাল ও বেলালসহ কয়েকজন আলমগীর হোসেনের উপর হামলা চালিয়ে মারপিট করে ও তার কাছে থাকা নগদ ১ লাথ টাকা ছিনিয়ে নেয়। তাকে মারপিট করে আহত করে। একজন ইউপি সদস্যকে মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ গতকাল বুধবার ঘটনার পরে চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এই মামলায় একজনকে গ্রেফতার করে পুলিশ।

স/আ