সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ চান তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজি কিংবা বাজারে তোলা (চাঁদা) তুলে আর জীবনযাপন করতে চান না। ক্ষুন্নিবৃত্তির জন্য সম্মানজনক পেশায় কর্মসংস্থানের সুযোগ চান শেরপুরের তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর লোকজন। সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানে পিয়নের চাকরি, টেইলারিং, গাড়িচালনা, দোকান পরিচালনা, বিউটি পার্লার, বাজারের ঝাড়ুদার- এমন যে কোনো কর্মে নিয়োজিত হতে চান তাঁরা।

শেরপুরে ২৩ সেপ্টেম্বর বুধবার তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠির কর্মসংস্থান ভাবনা বিষয়ক এক সভায় হিজড়ারা আত্মকর্মের প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের এ দাবি তোলেন। শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি, জেলা হিজড়া কল্যাণ সংস্থা ও বেসরকারি উন্নয়ণ সংস্থা আইইডি যৌথভাবে এ সভার আয়োজন করে।

হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন জনউদ্যোগ আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। এতে শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সদর সার্কেল মো. আমিনুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ব্র্যাক জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, শ্রেষ্ঠ ইমাম পুরষ্কারপ্রাপ্ত হাফেজ শাহীন, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ