সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সমালোচনার মুখে পড়ে ‘আমতত্ত্ব’ বোঝালেন সাকিব

Paris
অক্টোবর ২১, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলা টাইগার্সের নতুন ভিডিওতে দেখা দিয়েছেন সাকিব আল হাসান। এর আগে একই প্ল্যাটফর্মের অন্য এক ভিডিওতে সাকিব বলেছিলেন, আমাকে নিয়ে খেলবেন না। এবার নিজের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে ‘আমতত্ত্ব’র আশ্রয় নিয়েছেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) বাংলা টাইগার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়। ১ মিনিট ৫৯ সেকেন্ড দীর্ঘ সে ভিডিওতে সাকিব এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘যে গাছে আম বেশি থাকে, সে গাছে ইটও বেশি পড়ে, যে গাছ যত উঁচু, সে গাছে বাতাসও বেশি লাগে।’

সাম্প্রতিক সময়ে সাকিবকে নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। মূলধারার গণমাধ্যমেও সাকিবকে নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। সেসব তার নজরে আসছে জানিয়ে সাকিব যোগ করেন, ‘পজিটিভ-নেগেটিভ দুই ধরনের নিউজই শুনি, তবে ওইটা নিয়ে চিন্তা করি না।’

নেতিবাচক সংবাদ তার খেলায় কখনোই কোনো প্রভাব ফেলে না বলেও জানান সাকিব।

ক্যারিয়ারজুড়ে তাকে নিয়ে অনেক ‘নেগেটিভ’ সংবাদ প্রচার হয়েছে উল্লেখ করে সাকিব বলেন, ‘আমাকে নিয়ে অনেক নেগেটিভ নিউজ হয়েছে, যেটা আমার মনে হয় হওয়া উচিৎ ছিল না।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নীরব ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাকিব। এছাড়া বিদেশে এক প্রবাসী দর্শক তাকে ছাত্র আন্দোলনে নীরবতা নিয়ে প্রশ্ন করলে সাকিব পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি দেশের জন্য কি করেছেন?’

এছাড়া দেশ যখন ছাত্র আন্দোলনে উত্তাল, তখন কানাডায় সাফারি পার্কের ঘোরার মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেন সাকিবের স্ত্রী শিশির। ক্যাপশনে লিখেছিলেন, ‘এ ডে ওয়েল স্পেন্ট’। দেশের ক্রান্তিকালে এমন ভ্রমণবিলাসী পোস্টের জন্যও তখন ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবকে।

এদিকে গত সেপ্টেম্বরে ভারত সফর চলাকালে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। টি-টোয়েন্টি থেকে তাৎক্ষণিক অবসর নিলেও সাকিব জানান, ঘরের মাঠে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন। তাকে এই সিরিজের দলেও রেখেছিল বিসিবি। তবে ক্রিকেটপ্রেমীদের একাংশের বিরোধিতার মুখে নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত সাকিবকে দেশে ফিরতে ক্রীড়া উপদেষ্টার পরামর্শে নিরুৎসাহিত করে বোর্ড।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা