সব অভিযোগ মিথ্যা : রোনালদো

করোনাভাইরাসে আক্রান্ত পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে করোনাবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনচেঞ্জো স্পাদাফোরা।  করোনায় আক্রান্তের পর যেসব নিয়ম-নীতি মেনে চলতে হয়, ইতালিতে ফেরার মধ্যে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সম্ভবত সেসব নিয়ম ভেঙেছেন বলে মন্তব্য করেছেন তিনি। মন্ত্রীর এই বক্তব্যের জবাবে পর্তুগিজ সুপারস্টার বলেছেন, এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা।

বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের হয়ে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হন রোনালদো। প্রথমে জানা গিয়েছিল, তিনি পর্তুগালে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকবেন। অন্যদিকে ইতালিতে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। যে কারণে দেশে না থেকে ব্যক্তিগত বিমানে ইতালিতে ফিরেছেন রোনালদো। তার ক্লাব জুভেন্তাসও জানিয়েছে, রোনালদো স্বাস্থ্যগত ছাড়পত্র নিয়েই ইতালিতে ফিরেছেন। কিন্তু ইতালির ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি না থাকলে আমার মতে সে নিয়ম ভেঙেছে।’

এই অভিযোগের প্রেক্ষিতে রোনালদো বলেছেন, ‘আমি কোনো নিয়ম ভাঙিনি। তারা বলছে আমি ইতালির নিয়ম ভেঙেছি। কিন্তু এটা পুরোপুরি মিথ্যা। আমি দলের সঙ্গে কথা বলেছি। এসব ঠিকঠাক মেনে চলার দায়িত্ব আমাদের সবার। সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। আদর্শগত কারণে সেই ইতালিয়ান লোকটির নাম আমি বলব না, তবে এসব মিথ্যা। সবরকম নিয়ম মেনেই আমি একটি ফ্লোরে আছি, আমার সন্তানেরা আরেকটিতে। আগামী ১০দিন এভাবেই চলবে। ওদের ছেড়ে থাকা কঠিন। কিন্তু নিয়ম তো মানতেই হবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ