সবার সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব : ডেপুটি স্পিকার

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শিশুশ্রম নিরসনসহ শিশু অধিকার সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ে শিশুশ্রম নিরসন করতে হবে বলে মন্তব্য করেছেন সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান শামসুল হক টুকু।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের নিজ দপ্তরে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

সংস্থার প্রতিনিধিরা নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) পরিচালক এম এ করিম, সুন্দরবন ও উপকুল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, এএসডির হেড অব প্ল্যানিং মনিটারিং অ্যান্ড ইভালুয়েশন লুৎফুন্নাহার কান্তাসহ আরো অনেকে।

সভায় শামসুল হক টুকু বলেন, পথশিশু, প্রতিবন্ধী শিশু, কন্যাশিশুসহ অন্যদের জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। শিশু অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

 

সূত্রঃ কালের কণ্ঠ