সবাইকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে : হাবিবুল বাশার

বিশ্বকাপের বেশ কিছুদিন আগেই ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করেছে বাংলাদেশ দল। ইতোমধ্যে ওমানে স্বাগতিকদের বিপক্ষে একটা আনঅফসিয়াল প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। যাতে ২০৭ রানের পাহাড় গড়ে জয় এসেছে ৬০ রানে। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে প্রথম অফসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টিম টাইগার। তার আগে আজ সোমবার দলের অবস্থা সম্পর্কে জানালেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বিসিবির পাঠানো ভিডিওবার্তায় হাবিবুল বলেন, ‘সবাইকে খুব আত্মবিশ্বাসী লাগছে। আমরা এখানে একটু আগে এসেছি কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে। আমরা যখন কোনো ট্যুরে যাই, খেলোয়াড়দের অ্যাটিচুড কেমন থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবার যা দেখছি সবাইকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে। অবশ্যই যখন আমরা মূল মঞ্চে খেলতে যাব, তখন খেলাটা ভিন্ন হবে। তার আগে এই আত্মবিশ্বাসটুকুর দরকার ছিল এবং সেটা সবার মাঝেই দেখতে পাচ্ছি। সবাই যে সময়টুকু পাচ্ছে খুব ভালোভাবে ব্যবহার করছে। এখানকার সুযোগ-সুবিধা বেশ ভালো। এটা সুযোগটাই সবাই নিচ্ছে।’

বিশ্বকাপ যাত্রার পরপরই দুঃসংবাদ এসেছিল যে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরিতে ভূগছেন। আজ হাবিবুল জানালেন সেই ইনজুরি গুরুতর নয়। মূল খেলার সময় তাকে ফিট রাখতেই বিশ্রাম দেওয়া হচ্ছে। হাবিবুলের ভাষায়, ‘রিয়াদের সামান্য একটু ব্যাকপেইন আছে। সামনে যখন খেলা শুরু হবে তখন বিশ্রামের তেমন কোনো সুযোগ নেই। ব্যাক টু ব্যাক ম্যাচ আছে। তাই আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। অবশ্যই একটু বিশ্রাম দিলে, ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত করা গেলে ভালো হয়। সেটাই আমরা করছি।’

আইপিএল খেলার জন্য আরও আগেই আরব আমিরাতে গেছেন মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। এর মাঝে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস প্লে অফে উঠতে ব্যর্থ হওয়ায় তিনি জাতীয় দলে যোগ দিয়েছেন। বিষয়টা দলের জন্য ভালো হয়েছে বলেই মত হাবিবুলের, ‘মুস্তাফিজের দলের সঙ্গে যোগ দেওয়া অবশ্যই দারুণ একটা ব্যাপার। ও এখানে খেলেছে, তাই এখানকার কন্ডিশন সম্পর্কে সে খুব ভালো জানে। আমরা তার থেকে জানতে পারছি। আশা করি সাকিবও দ্রুত দলের সঙ্গে যোগ দেবে। সবকিছু ভালোই যাচ্ছে। আশা করছি এবারের বিশ্বকাপে আমরা ভালো করব।’

 

সূত্রঃ কালের কণ্ঠ