‘সবকিছু শেষ হয়ে যায়নি’

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

প্রথম ম্যাচ জিততে খুবই ঘাম ঝরাতে হয়েছিল বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে তো হেরেই গেছে স্বাগতিকরা। আইসিসির সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এই হারে সমালোচনার ঝড় উঠেছে। এই হারে সব কিছু একেবারেই শেষ হয়ে যায়নি বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

 

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এটা ঠিক আগের ম্যাচে বাজে খেলেই হেরেছি আমরা। এই একটি মাত্র ম্যাচের হারে আমাদের সব অর্জন একেবারেই শেষ হয়ে গেছে তা ভাবা ঠিক হবে না। যে কোনো দলের একটা দিন খারাপ যেতেই পারে।’

 

তবে এই হতাশা ভুলে যেতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘গত ম্যাচের হারে আমরা হতাশ এটা ঠিক। অবশ্য পরের ম্যাচে সাফল্য পেতে আমাদের ভুলে যেতে হবে পুরোনো কথাগুলো। খেলতে হবে চাপমুক্ত ক্রিকেট। তাহলেই সম্ভব হবে জেতা। কারণ প্রতিপক্ষ খুবই ভারসাম্যপূর্ণ দল।’

 

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি বেলা আড়াইটায় শুরু হবে। এই ম্যাচে যে দল জিতবে, সিরিজ তারাই জিতবে।

সূত্র: এনটিভি