সংসদে ১০০ সংরক্ষিত নারী আসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে ১০০ সংরক্ষিত নারী আসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মর্জিনা পারভীন।

এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর উন্নয়ন অব্যহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরী দাবি করে জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ আসন সংরক্ষনের দাবি জানানো হয়।

কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার নারীরা অংশ নেন।

স/আর