শনিবার , ৬ মে ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সংরক্ষিত ২৪ ও সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জনের মনোনয়নপত্র উত্তোলন

Paris
মে ৬, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
দিন গড়ানোর সাথে সাথে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন উত্তোলনও বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা অনেকটা আদাজল খেয়েই মনোনপত্র উত্তোলন শুরু করেছেন। তবে কাউন্সিলর পদে মনোনয়নপত্র উত্তোলন হলেও এখন পর্যন্ত মেয়র পদে কোনো মনোনয়নপত্র উত্তোলন হয়নি। বলাই যায়, এবার কাউন্সিলর পদে মনোনয়নপত্র উত্তোলনের ছড়াছড়ি।

আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে ৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে অনেকেই মনোনয়নপত্র উত্তোলনের পর জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন।

তিনি বলেন, আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ৮৩ জন কাউন্সিলর প্রার্থী মনোয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে সংরক্ষি আসনে ২৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে রয়েছে ৫৯ জন। এরমধ্যে বেশ কিছু কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র উত্তোলনের পর জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত মেয়র পদে কোনো মনোনয়নপত্র উত্তোলন হয়নি। গত ২৭ এপ্রিল থেকে আজ শনিবার (৬ মে) পর্যন্ত ৩শ’ ৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

তিনি আরো বলেন, প্রার্থীরা চাইলে যেকোনো সময় এসে মনোয়নপত্র উত্তোলন করতে পারবেন। তবে প্রার্থীদের মানতে হবে নির্বাচনী আচারণবিধি। কোনো অবস্থাতেই নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করা যাবে না।

এরআগে গত ২৭ এপ্রিল থেকে রাসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার। এবার সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১১৭৩ টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে নমিনেশন দেয়া শুরু হবে। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ সময়। এছাড়াজন ২ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর